মুখে নিরাপত্তার কালো কাপড় জড়িয়ে
হাতে মনুষ্যত্ব-হীনতার মশাল জ্বেলে  
মানবতাবাদের মৌচাক ভেঙে মধু পেড়ে  
নিয়ে যাচ্ছে আজও ওরা .........


আর আমরা
শ্রমিক মৌমাছি হয়ে শুধুই কি
বুক চেরা বৃথা আর্তনাদ করেই যাবো।  
চোখের উঠোনে শুধুই কি দেখবো  
স্বজন-পরিজনদের ডানা পোড়া ক্ষত-বিক্ষত
শরীরের বীভৎস রূপ।  
শিশুদের জ্বলন্ত দেহ !!
ভুলে কি যাবো আগেরই মতো এক হতে?  
ঐক্যবদ্ধ হতে ?
প্রতিবাদী হতে ?


কান্নাকে পেছনে ফেলে এসো
ঐক্যবদ্ধের হাত ধরে ঝাঁপিয়ে পড়ি;  
ঝাঁপিয়ে পড়ি ওদের শরীরে আমাদের হুল ফোটাতে।  


          **********