অত্যাচারের অনলে পুড়তে পুড়তে তুমি
যতই বলো ওদের ইতর বর্বর বজ্জাত অশান্ত।
ওরা কিন্তু বলবে এ সব মিথ্যে; সাজানো। চক্রান্ত ।  


তুমি পঙ্গু আইনের উপর আস্থা রেখেই হয়তো  
থানায় ডাইরি করবে; করবে হয়তো ওদের অভিযুক্ত।
ক্ষমতার জোরে দেখবে কাল সে আবারও জামিনে মুক্ত।  


তুমি সঠিক বিচারের আশায় যখন দিন কাটাবে
ওরা এসে ফের শাসাবে; বলবে পুড়িয়ে দেবো জ্যান্ত।  
ওদিকে তবুও বিচার চলবে; তদন্ত চলবে। অনন্ত অনন্ত।


শাস্তির দাবীতে তোমার চোখের জল যখন
শেষ বারের মত মাটি ছোঁবে; রক্ত হবে ভীষণ ফুটন্ত।
ঠিক তখনই তোমার মেয়ে বাড়ি ফেরেনি; ধর্ষিত আদ্যপ্রান্ত।


তুমি আবারও থানায় ছুটবে; পুলিশ বাবু বলবে -    
'তদন্তে লাভ কী! এই ভালো মেয়েটা তো আছে জীবন্ত।'  
ওদিকে ততক্ষণে মেয়েটা নিজেই; গলায় দড়ি নিয়ে ঝুলন্ত।  


চলতেই থাকবে ঘটতেই থাকবে তবুও এসব,
ওদের হাতেই যে আজ ক্ষমতা; সব শাসন ভারও ন্যস্ত।
আইনের চোখে তাই ওরা কেবল অভিযুক্ত; হয় না দোষী সাব্যস্ত।


                   ***************