তোর মান- অভিমান গুলো আজ আমার সম্পদ। আমার পুঁজি।
হাজার রকম ঝগড়া-ঝাঁটির পরেও আমি শুধু তোকেই খুঁজি।


তোর তর্ক গুলো যুক্তিতে ভরা; আমার আলগা, সোজাসুজি।
মুখের শব্দরা কাটাকুটি খেলে সকাল সন্ধ্যে এভাবেই বুঝি!


তোর যেটা ভালো লাগে। আমি তা ইচ্ছাকৃতই বলি খারাপ।
আসলে দেখবো বলে- তোর মুখের উপর অভিমানের ছাপ।


সারাদিন তুই যা খুশি কর। যা ভালো লাগে। যা তোর মর্জি।
ভালোবাসার কাছে আলো পেতে ভুলেরও তো থাকে কিছু আর্জি।


তোর মন খারাপ হলে; অস্ত যায় নিমেষেই আমার আকাশের সূর্যি,
সম্পর্কের সুস্থতার স্বাক্ষর পেলে; সার্থক হয় জীবনের দিনপঞ্জি।


আমারও যখন একলা লাগে! তোর বুকেতেই তো এ মাথাটা গুঁজি।
মজবুত ভালবাসার ভীত; নাড়াতে কি পারে অল্প ভুল বোঝাবুঝি?


                      ******