ছায়ার মতো সর্বত্র ছড়িয়ে থাকি আমরা
কোথাও নেই কো বাদ,
আমরাই ছড়াই ম্যালেরিয়া;    
সাথে আতঙ্ক ভরা ডেঙ্গুবাদ।
মিহি করে হুল ফুটিয়ে টেনে নিই
যদিও এক চুমুক রক্ত।  
ভালোই লাগে-
ধ্যাত তেরি কি! বলে
তোমরা যখন হও  খুব বিরক্ত।  
মটিন জ্বালবে?........... জ্বালো!
ধোঁয়া ছড়াবে? ............ছড়াও!
মশারি খাটাবে?  ......... খাটাও!  
যত খুশিই করো  
আমাদের আটকাবার জন্য ব্যবস্থা কেবল।  
আমরা কিন্তু দমিত হবো না।  
আমরা তো জানি-  
তোমরা কখনই পরিষ্কার করবে না
নর্দমার আবর্জনা কিংবা  
বাড়ির আনচে-কানাচে জমে থাকা জল।  


          ********