জমি-টমি সব কিনে নিয়েছি;
করছি দুর্নীতিরই চাষ,  
এই বছর ফসল ভালোই হয়েছে  
পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস।


বাড়ি-গাড়ি সব করে নিয়েছি;
অনেক জনকে দিয়েছিও কাজ।
যারা আমারই ছোট্ট ইশারায়;    
ছিনিয়ে নেবে তোমার বাঁচার স্বরাজ ।


ব্যাঙ্ক-ব্যালেন্সও বাড়িয়ে নিয়েছি;
তাই বলে তোমরা ক্ষুব্ধ হবে নাকি?
হাজার একর হিংসার বীজ বুনেছি
আমরা কি অত বোকা নাকি ?


এক্সপায়ার ওষুধ বাজারে চালাই    
চাকুরির জন্য যদিও নিই ঘুষ,  
তবে এ শিশুপাচার-নারীপাচার  
আমাদের আভিজাত্যের জৌলুষ ।


প্রতিবাদ-টতিবাদ তোমাদের কাজ
ও সব করেই মরো সারাদিন,
আমরা এ দেশেতে দিব্বি আছি    
আমরা এখন এখানে খুবই স্বাধীন।


          ******