মশাদের তাড়াতে মটিন লাগে    
ইঁদুরের উপদ্রবে ইঁদুরমারা বিষ,    
পিঁপড়ের জন্যেও যদি লক্ষণখড়ি থাকে
মাস্তানদের জন্য কেনও নয় পুলিশ?  


মেয়েটির বয়স কতো? পনেরো কি ষোলো।
টিউশন পড়ে ফিরছিলো ঘরে,  
কোন ছেলেটি পথ আটকালো? নখ বসালো      
হাত বোলালো সারা শরীর জুড়ে?


কি নাম ছেলেটির? কোথায় থাকে?
সে কি ওর প্রেমিক? না তো।
তবে? মেয়েটি ভীরু কণ্ঠে বললো-
'গ্রাম প্রধানের ছেলে; নাম- চিত্ত।'  


সঙ্গে আর ক'জন ছিলো? পাঁচ কি ছয়।
মেয়েটির বাপ দৌড়ালো থানায়,
অভিযোগ করলো- কি কি ঘটলো
কারাই বা ঘটালো, কখন, কোথায়।  


বড়বাবু দেখলেন- এ তো প্রধানের ছেলে!  
যাদের সাথে তার কিনা বেশ যোগাযোগ।  
তাহলে তদন্তে লাভ নেই! বাদ দাও!
ডাইরির পাতায় ঘুমাক অভিযোগ।


আইনের কোমরে কি আজ জং ধরেছে?
প্রধানের ছেলে বলে ছাড়? করবে মাস্তানি?
ও পুলিশবাবুরা তোমাদের নিষ্ক্রিয়তাই  
বাড়িয়ে দিচ্ছে না কী - শ্লীলতাহানি?  


            ************