একটা মৃত্যু দু-চোখে জলপ্রপাত জাগাতে  
যতটা সময় নেয়; তার থেকেও অনেক
কম সময় নেয় একটা রাজনীতি -  
হত্যাকে আত্মহত্যা বানাতে,
সত্যকে সাজানো লিখতে ,  
বৈধতাকে অবৈধতার সার্টিফিকেট দিতে।  


আজ যেখানেই পা রাখো তুমি
ষড়যন্ত্রের কাঁকড়ারা দাঁড়া তুলে
বসে আছে হলোকাস্ট-এর উত্তাপ মেখে ।    
যেদিকেই হাঁটো সেদিকেই যেন -
বুক পেতে শুয়ে আছে 'লিওপোল্ডের' ইতিহাস ।  
রক্ত! রক্ত !রক্ত!  
কান্না! কান্না! কান্না আর হাহাকার ।  

আসলে রাজনীতি,  মাটি কামড়ে থাকা মানুষগুলো কে
কল-কারখানার চিমনির মতো কালো ধোঁয়া ছাড়া
কখনো কিছুই দেয়নি।


        **********


প্রকাশিত পত্রিকা- যদি জানতে