রাখী সামন্ত আমার বোন নয়
আমার পাড়ার কেউ নয়
এমন কী আমার গ্রামেরও কেউ না ।
রাখী সামন্ত হল― আমার দেশ  ।

কয়েকটা হিংস্র জানোয়ার
হিংস্র ভাবে একই সাথে ছিঁড়ে-ফুঁড়ে খেয়েছে
সে দেশের শরীর
সে দেশের ইজ্জত
সে দেশের সুসংস্কৃতি ।
অবশেষে এক নিমেষে কেড়েও নিয়েছে প্রাণবায়ু ।

আজ তাই সে রক্তাক্ত দেশের
প্রতিটি ক্ষরিত রক্তকণা আপন শরীরে মিশিয়ে
বজ্রের মতো গর্জে উঠুক
একটা হিমালয় উঁচু সমবেত প্রতিবাদ ।
আর ক্ষিপ্র ঢেউয়ের মতো
চারিপাশে আছড়ে পড়ুক একটাই স্লোগান ―
দোষীদের উপযুক্ত শাস্তি হোক
দোষীদের উপযুক্ত শাস্তি হোক।


মানবিকতার কুলুঙ্গিতে জ্বলে উঠুক ন্যায়ের প্রদীপ
ছড়িয়ে পড়ুক একটা নিরাপত্তার উত্তাপ।


****


( সম্প্রতি কোলাঘাটে (পূর্ব মেদিনীপুর) এক দশম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ করা হয় এবং শেষ পরিণতি হিসাবে ছাত্রীটি মারা যায়, তারই প্রতিবাদে এই লেখা।)