একটা রাত্রি আজও যখন প্রসব করে নীরবতা
দুটি চোখের পাতায় ফোটে নানা স্মৃতির কদম।  
ভোলা কি যায় বলো তো― সেই চোখ সেই মুখ
সেই অজান্তে যে প্রেম প্রথম মেলেছিল পেখম।


একটা আকাশ আজও যখন ছায়াপথ আঁকে
বুকের ভেতর হাসে স্বপ্নেরই শুকতারা।
ভোলা কি যায় বলো তো― সেই ঠোঁট সেই হাসি
সেই বর্ষা নদীর মতো অবাধ্য পাগলপারা।


আজ তুমি অনেক দূরে সরে গেছো; রেখে গেছো
রাতের শেষ ট্রেনটার মতো মন স্টেশনে শূন্যতা।
তবু ভোলা কি যায় বলো তো― সেই চুম্বন সেই স্পর্শ
সেই তোমায় নিয়ে লেখা প্রথম প্রেমের কবিতা।


ব্যথার উপর আজ জমাট বাঁধে বিষন্নতার বরফ ,
কান্নারই হাত ধরে পথিকের মতো হাঁটে অপেক্ষা।
তবু বুকে ভালোবাসার সূর্য এখনো তো দ্বীপ্তমান
শুধু তুমি টেনে দিলে ভুল বোঝাবুঝির দিগন্তরেখা।


ফিরে আসবে জানি ! মিলিয়ে যাবে জানি সব ক্ষত।
সম্পর্কের সাঁকোর উপর হেঁটে যাবে খুশি নিজের মতো।