মেঘের বেঞ্চিতে আজও যখন
গোধূলি আলোর আড্ডা জমে-  
দাঁড় ফুঁড়ে ঢেউ মাড়িয়ে
ভেসে যাওয়া নৌকাটির মতন
তোমাকেই মনে পড়ে বারংবার ।      


এই বুঝি তুমি পেছন থেকে এসে
আলতো করে চোখ টিপে ধরে বলবে-
কেমন আছো ?  শোনাবে-
প্রেমেরই পালকি কাঁধে হেঁটে যাওয়া
সুখ জড়ানো সবুজ অনুভূতির গল্প ।
উধাও করে দেবে সব মনখারাপির ঢিবি।  


অথচ তুমি ভালোবাসার শরীর থেকে
বিশ্বাসের খোসা ছাড়াতে ছাড়াতে
চলে গেলে অনেক দূরে ।
সম্পর্কের সুতো গুটিয়ে নিলে
মিছে সন্দেহের লাটাইয়ে।
তবু আমি ঘরে ফেরা পাখিদের
দিকে তাকিয়ে খুঁজি তোমার ঠিকানা।
কান্না প্রসব করা চোখে তোমাকেই নিয়ে
বুনি নতুন স্বপ্ন । তুমি উষসী আলোর মতো
আসবে ঠিকই নতুন কোনও ভোরে ।