ঘর-দেওয়ালের সাম্রাজ্য জুড়ে
আজও টিকটিকি গুলোর একচেটিয়া
দখলদারির অধিকার।
ওদের শ্বাস-প্রশ্বাসের জোয়ার ভাঁটায়  
ভেসে বেড়ায় অরাজকতার উষ্ণ বাষ্প,
নখের ফলায় চকচক করে হিংস্রতার হাসি;  
চোখের আকাশ থেকে ঠিকরে পড়ে
লোলুপতার নীল রোদ।
  
ওরা দেওয়ালে ঘুরে বেড়ানো
ছোট ছোট পোকা মাকড় গুলোকে ধরে ! মারে!
আর গুঁজে দেয় তাদের ফুসফুসে
পোড়া মবিলের অন্ধকার।  
কেউ বা পেষা হয় মৃত্যুর শাণিত চোয়ালে।  
নিমেষেই ডানা-পা অঙ্গ-প্রত্যঙ্গ সবই  
চালান হয়ে যায়-  না ফেরা দেশের উদরে।


অথচ চারিপাশে
শোষিত জীবিত পোকা মাকড়দের
কোনো বিদ্রোহ নেই  
কোনো প্রতিবাদ নেই
কোনো ধিক্কার মিছিলও নেই ।  
সবাই চুপচাপ ভিরুতার তিলক কপালে এঁকে
মগ্ন নিজ স্বার্থের ধ্যানে।  


           *********