আজি এই শরতে সন্ধ্যার চন্দ্রালুকতায বসে আছি আমি
দিগন্তে রাখিয়া চোখ
মনে হয় যেন লভেছি স্বর্গসুখ
জন্মে এই গ্রামে ।
মাঠের ওপর কাশের রাশি অল্প হাওয়ায় দুলছে তারা
পাশ দিয়ে যে সার দিয়ে যায় গ্রামের সব কৃষক ওরা ।
দুই বন্ধুর প্রীতি মিশেয়েছি বিকেলের এই আড্ডায়
মনটা যেন লাফিয়ে উঠে
দুর দিগন্তের মাঠে ছুটে
সেই সঙ্গে সঙ্গতী দিয়ে উড়ে যায় ওই বকের পাল ।
সন্ধ্যা পেরিয়ে রাত নামছে যে লুকিয়ে
ধরা পড়ছে ওই গাছের ওপর ঢেকেছে যে অন্ধকারে
শরতের এই অন্ধকারে বিভোর হয়ে
দেখছি তারা ।