আমি তখন আসব, যখন
অত্যাচার ব্যভিচারের ধোঁয়ায় আটকে যাবে শ্বাস
যখন ধর্মান্ধতার ঠুলি সাঁটা চোখে ক্ষতবিক্ষত হবে সুশীল সমাজ ।
আমি তখন আসব, যখন
দুর্নীতি ফনায় লক লকিয়ে উঠবে চেরা জীভ,
বিপ্লবের বজ্রকন্ঠ স্লোগান নিয়ে সংস্কারিতে আসব মহাসংগ্রাম নিয়ে ।
আমি তখন আসব, যখন
সাম্রাজ্যবাদীরা বসবে অগ্রাসনে
সিঁড়ি ধরে থাকা উদার মানুষ বসবে যখন নিম্নাসনে ।
আমি তখন আসব, যখন
চুরি, ছিনতাই, দাঙ্গাবাজী লাগাবে ঘরে ঘরে
অপরকে শাসন করবে নিজেরা চুরি করে ।
আমি তখন আসব, যখন
ওরা রক্তে খেলবে হোলি
যখন রাতে দিনে ধর্ষণের ঝড় উঠবে মাথা তুলি ।
আমি তখন আসব, যখন
মাননীয় ধর্ষণকারী করবে ব্স্ত্রদান সমাজকে উলঙ্গ করে
রাতের আঁধারে দিনের দুপুরে অসহায় যখন যাবে মরে ।
আমি তখন আসব,
করব পাপমুক্ত এই বাংলাকে
অখাদ সোনাকে ধোব গঙ্গাজলে
অন্যায় কে করব পতন
ওড়াবো শান্তির কেতন ।