নেতাজী তোমারে সেলাম করি
নেতাজী তব চরনে ঠেঁকাই মাথা,
আজও অন্তরে যে জাগে ব্যাথা।
নেতাজী তুমি বীর এই ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান।
নেতাজী তুমি মাঝ আকাশে জাজ্বল্যমান উত্তপ্ত সূর্য।
নেতাজী তুমি ব্রিটিশ শাসকের ত্রাস।
নেতাজী তুমি সিংহাংশ সংগ্রামী ইতিহাস।
নেতাজী তুমি আজাদ হিন্দ বাহিনী।
নেতাজী তুমি স্বাধীনতার কাহিনী।
নেতাজী তুমি মহাপ্রলয় মহাদূর্জয় বীর।
তোমারে সালাম করি তব তব চির উন্নত শীর।
নেতাজী তোমার জন্যই বেঁচেছে বহুপ্রান
কেউ কি দিয়েছে তোমায়
প্রাপ্য সন্মান?
নেতাজী তুমি করেছিলে মানুষের উপকার
কিন্তু এখন দেশে চলছে হাজারো মানুষের হাহাকার।
কেউ করেনি এর প্রতিবাদ।
নেতাজী তুমি যদি থাকতে প্রতিকার করতে।
নেতাজী তুমি ভেঙে দিতে সাম্প্রদায়িকতার প্রাচীর।
নেতাজী তুমি ধ্বংস করতে ধ্বংসকারীর মুন্ড।
নেতাজী, যখন পরাধীন ছিল ভারত চলত কত অত্যাচার।
একদিন তো তুমিই করেছ তার প্রতিকার।
নেতাজী তুমিই পারবে বাঁচাতে এই দেশকে।
কিন্তু জানি না কোথায় পাবো সেই নেতাজী বিস্ফোরক?
এসো তুমি, উদ্ধার করো এ দেশকে।
ভ্রান্ত, সঠিক কিছু না জানি আছো কি না আছো,
তবুও তুমি আছো আমাদের হৃদয়।
তাইতো তোমায় করি প্রণাম,
তাইতো তোমায় জানাই সেলাম-
         সেলাম,  নেতাজি তোমায় সেলাম।
(নভেম্বর১৪/সকাল৮:২৭)