মানব না আর মানব নারে
পুড়িয়ে ফেলব ছাদে খারে
সোনালী দিন আনব মোরা আনব রঙীন আভা
শিশুচন্দ্রে আলোকিত হবে সবুজ এই ধরা।


নারী পাচার,শিশু পাচার করে দেব বন্ধ এবার
ন্যায়ের পথ প্রতিষ্ঠা করব ঘুচিয়ে দেব অন্ধকার
সেই অন্ধকারে শিশুর হাতে রইবে একটি বাতি
সকলেই অগ্রসর হবো করব মোরা সাথী।


অবোধ,অজ্ঞান চিরতরে-রইলো কি বা ওরা
বুঝলনা আর শিশুরাই মালিক সবুজ এই ধরার।
নির্বাক,স্ববাক সকলেই এক তফাৎ তো নেই মোটে
লাল,নীল, সবুজ গিয়েছে মিশে দিয়েছে ওরা ঘেঁটে।


নিজের সত্বায় দাঁড়িয়ে এবার প্রতিবাদ করো সবাই সবার
যেথায় শিশু পরিচয় খুয়েছে
গিয়েছে ভুলে মা বাপ
সময় হয়েছে সেই জগৎ থেকে টেনে আনার তাদের
যাদের জন্য ভবিষ্যত আর জীবন নানান স্বাদের।