কথা:শৈলেন চৌনী
সুর:.....
(১)
ওঠো রে নওজোয়ান,
আন্ধারে হও আগোয়ান
রক্তে মাংসে, হাড় ক্ষয়ে যাচ্ছে যাদের প্রান।
যাও সেথা যাও জোয়ান ওঠরে নও জোয়ান।
(২)
যাও যাও,
যাও বলিয়ান তীব্র রোষের মুখে,
ধ্বংসী করো ধ্বংসীতদের মিটাও নিশান ধ্বজের।
ধান্ত তবে কিরন পেলেও
ধ্যান করো অনিমেষ ধ্রুবা লোহ।
আপন মরনে,
করূন স্মরণে ;করো হাতিয়ার ধেয়।
(৩)
ওরে ও মুক্ত বেশী,
ওরে ও চপলশিনী,
ওরে ও সুপ্ত জ্ঞানী,
তোরাও ওদের মাঝে গিয়ে শক্ত কর আজ তর্জনী।
যদি হয় তখন মরন,
ক্ষনে ক্ষনে করবে স্মরণ
ধরবে তোদের ধরন।
তখন আমি ধ্বনাব তোদের ছত্রে ছত্রে ওরে,
শুকাবেনা আর ভোরের কুসুম
রইবে স্তবক ভরে।