তোমার উজ্জ্বলময় দীপ্তিতে পৃথিবী কিরন ময়।
তুমি মিলিয়েছিলে ধর্মচেতনা,ইতিহাস আর সমাজ।
মানুষের হৃদয়ে তুমি আজও চিন্ময়।
তুমি চেয়েছিলে লাঙলের ফলা থেকে বেরোবে নতুন ভারত।
নীচু জাতি,চির অবমানিত মানুষদের তুমি জানিয়েছিলে আহ্বান,
গড়ে তুলতে আত্মার আত্মীয়।
মানবাত্মার তুমি মূর্ত প্রতীক।করেছিলে তুমি অজস্র প্রতিকুলতা জয়।
গড়ে তুলেছিলে রামকৃষ্ণ মিশন।ভেবেছিলে আজ থেকে কেউ অনাথ নয়।
সনাতন ধর্মের অগ্রদূত হে বীর,
এনেছো ভারতবাসীর শক্তি,
কুসংস্কারে নিমজ্জিত দের দিয়েছ তুমি মুক্তি।
তোমার বলে হচ্ছি বলিয়ান,
তোমার দিক্ষায় দীক্ষিত,
তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে নৈসর্গিক আনন্দ।
হে বীর,
কৃপা কর আমাকে,যেন চেতনায় বিবেক সঞ্চিত হয়।
কোনদিন যেন হইনা অলস,
বিপন্ন আর্তদের সেবায় যেন হই সর্বদা নিরলস।
                  (১২-০১-২০১৬)