তুমি লাইম লাইটে পদার্পিত হওনি।
রাজনীতিকে রাজনীতিই বলেছ।
ভিন্ন কিছু বলো নি বা করো নি।
অভাব তোমার দুয়ারে দারোয়ানের চেয়ে বেশি কিছু ভুমিকা পালন করেছে।
রাজনীতির ছত্র ছায়া তোমার অভিধানে স্থান পায় নি।
মেপে বলতে গেলে তোমার কোনো রঙ নেই।
তোমার ভাষা।তোমার সংস্কৃতি।তোমার জঙ্গলমহল।
তুমি এক খন্ডের কালজয়ী।
কত 'বিভুষন',
কত 'শ্রী'যুক্ত হচ্ছে নামের পাশে।
কিন্তু তুমি কি সেখানে ছিলে-
তুমিতো সবার অলক্ষ্যে-
সবার আড়ালে-
একরাশ বঞ্চনা নিয়ে অন্ধকারের অমানিশায় শুধু শিকড়ের শব্দ লিখে গেছ।