কুকুরের সাথে তুলনা করছি না।
আচার ঠিক তেমনই।যেমন ওরা ক্ষুদ্রাতিক্ষুদ্র
খাবারের জন্য মারামারি কাটাকাটি লাগে।
অভুক্তের মুখ থেকে কেড়ে নেয় মাংসের হাড়।বদলে পায় আঁচড়।
তেমনই আরেকদল তার কাছ থেকে আঁচড়িয়ে নেয় মাংসের শুকনো হাড়।
সংস্পর্শে না এলেও বাধ্য করে প্রবেশ করায় অসঙ্গতির দুনিয়ায়।
ফেরতে পায় কামড়,আঁচড়,গরম জল,তপ্ত লোহা আরও বিশেষ কিছু।
আমি দুপায়ে ভর দিয়ে থাকি সেখানেই।
কুকুরে আমাকেও ছাড়ে না পেলে।
তবুও মানিয়ে নি জন্মভিটেকে।
যখন খুঁজতে যাই কেন আমি এমন ফেঁসে,
বুঝতে পারি আছি আমি কুকুরদেরই দেশে।