তোমাকে দেখেছিলাম নিশীথে
কোন সন্ধ্যায়,
তোমাকে দেখেছিলাম হলুদ শাড়িতে


আর মায়াবী চেহারা টানা টানা
চোখের প্রেমে পড়েছিলাম,
হঠাৎই প্রেমে পড়েছিলাম
তোমার খোলা চুলের,
যা নিতম্ব ছুঁয়েছে কোন মায়াবী রহস্যে।


তোমাকে দেখেছিলাম খোলা
জানালার পাশে নিস্তব্ধ রেললাইনে,
ডাকতে চেয়েছিলাম তোমার স্পষ্ট
কথার শব্দে মুখর হতে।


সে ডাকা আর হয়নি
ফুরিয়ে গেছো তুমি,
আর কখনোই খোলা জানালার
পাশে বসে তোমাকে দেখা হবে না,
প্রেমে পড়া হবে না খোলা চুলের।


ভালো থাকো অপ্সরী,
ভালো থেকো নিস্তব্ধতায়!
আমার কবিতা থেকে
কখনোই সরবে না তুমি।