যখন হৃদয়ে অভিমান মিশে
তোমাকে ইচ্ছে করেই ভুলে যাই।
ইচ্ছা বহির্ভূত নিজেকে ব্যস্ত রাখি
এই বলে যে খুব হয়েছে।
আর সামান্য কিছুও নয় ,
পূর্ন করি নিষ্ক্রয় নিস্তব্ধতা।
সক্রিয় হৃদয় ভার করে রাখি।
দিনকতক সত্যিই নিস্তব্ধ হয়ে থাকি।
তোমাকে ইচ্ছে করেই ভুলে যাই।


আমার পুরোটায় তখন তোমার বিষাদপূর্নতা।
ঐ নিস্তব্ধ বালুচর আমায় ডাকে না,
নিঃশব্দে বেলাভূমিতে দূরে
রহস্যময় গাঢ়-গভীর অন্ধকার নামে।
তবুও আমি চোখ বুজে থাকি,
তোমাকে ইচ্ছে করেই ভুলে যাই।


তবে কত আর ?
কদিনই বা মেঘ জমে থাকে ?
তোমার ইচ্ছা বা ইচ্ছা বহির্ভূত
আমার অভিমান ভাঙে
আর এখানেই আবার শুরু হয়
তোমাতে বিচরন।


যখন আমি আবার তোমার দেখা পাই !
ইচ্ছে করেই তোমাকে ভুলে যাই।