আমি এসেছি কবির সোডিয়াম
বাতির আলোয় লেখা কাব্য থেকে,
আমি এসেছি নিয়ন বাতির শহরের কোনো
ঔপন্যাসিকের ব্যালকনিতে বসে লেখা উপন্যাস থেকে।


আমি এসেছি প্রেয়সির খোলা চুল
আর প্রিয়তমার নীল চিরুকুট থেকে,
আমি এসেছি নিসর্গের কোনো
অপরাহ্নের দুর্বল আলোর থেকে ।


আমি এসেছি ভৌতিক
উপন্যাসের শক্ত মলাটে থেকে,
আমি এসেছি স্বর্গের
প্রস্ফুটিত গোলাপ আর ঝর্না থেকে।


আমি এসেছি স্বয়ং ঈশ্বর থেকে।


কিন্তু বেচে থাকার সব চেষ্টার পরও
ফিরে যাবো এক জীর্ণ এপিটাফের উপর লেখা
কিছু ক্ষুদ্র লিথোগ্রাফিতে!