আজ শান্তিতে আছেন কি খুব?
ঘিরে ধরা ব্যস্ততা থেকে অনেক দুরে,
কোলাহলহীন নিঃসঙ্গতায়,
জীর্ণ বস্ত্রে আর বিশাল দেহে
আজ আপনাকে কেউ নতুন করে আবিষ্কার করবে
কোনো এপিটাফের লিথোগ্রাফিতে ।


কত না ব্যস্ততায় ছিলেন ?
কত সঙ্গতায় ছিলেন?
আপনাতে আমাতে কত সখ্যতা ?
কিন্তু আজ দেখেন,
কোনো সখ্যতা নেই, ব্যস্ততা নেই, কোলাহল নেই।
আজ আপনি কত শান্তির ঘুমে আছন্ন।


তাই কি?


নিস্তব্ধতা কেমন লাগে ?
নিঃসঙ্গতা কেমন লাগে?
কোলাহলহীন নিঃসঙ্গ স্থবির এক স্থান ?
কারও আগমন নেই,
কোনো আয়োজন নেই,
সব চুপচাপ ।


যখন আপনাকে শান্তির বিছানায় রাখলাম,
সত্যি বলতে আপনাকে তখন
সবচেয়ে বেশি কাছে পেয়েছিলাম।
আর হারানোর ভয়টা তখনই সবচেয়ে বেশি ছিলো।


যাই হোক আর কতো,
তাতেও 115 বছর হলো,
আপনার লম্বা দেহ আর প্রিয়
কথন কেউ ভুলবেনা।


শান্তিতে থাকেন প্রিয়,
প্রিয় পিতামহ,
আল্লাহ্ আপনাকে ভালো রাখুক ।