নিস্তব্ধতা নিয়ে আর কত লিখবো।
চলো এখন নিঃসঙ্গতার গল্প শোনাই,
কিছু মুগ্ধতা রেখে যখন হৃদয়ে
নিঃসঙ্গতাকে আপন করি নিজের জন্য,
তখনই প্রিয়জন হারানোর
বাজে কষ্টটা আমাকে ঘিরে ধরে,
আর পিছু ফিরে তাকাতে খুব একটা ইচ্ছা হয় না,
আসলেই ব্যাপারটা দুঃসহ কষ্টের,
আসলেই হৃদয়ে আঘাত করে,
পিছু ফিরে তাকাতে বড্ড কষ্ট হয়,
তোমাতে আমাতে মিশে থাকা সময়টা,
এখন নিঃসঙ্গতাকে আরো গভীর করে,
মনে হয় চাইনা থাকতে আর,


ভালো থাকো প্রিয় মুখ,
ভুলটা আমারই ছিল,
পারলে ক্ষমা করে দিও।
তোমাকেই এই চিরকূট।