কোলাহল থেকে বহুদূরে কোন অজানা পথে,
একই সাথে হাঁটা, হাতে রাখা হাত,
হৃদয়ের গভীরে কোন অচিনপুরে
আবার হারাতে চাই তোর হাতে রেখে হাত।
কবে ফিরবে তুমি ব্যস্ততা থেকে,
দূরত্বের কোন সরু পথে,
আমাকে করবে ব্যস্ততা থেকে নিস্তব্ধতায় পরিপূর্ণ।
তার আশায় বুক বেঁধে আমি আবার হাসি মুখ,
আবার হাসি মুখ কল্পনায় তোর,
সমুদ্রের অতল গহ্বরে
আবার নিয়ে হাসি মুখ এই আশায়।
আবার হবে দূরত্বের কোন ক্লান্ত দুপুরে,
ক্লান্ত পথিক হয়ে,
ভাবনার অবিচলতার আবার হাঁটবো।
হ্যাঁ, তোমাকে কাছে পেলে,
আবার হাঁটবো জ্যোৎস্নায়!