আমার হৃদয় দেয়ালে যখন শত শ্যাওলার ভিড়,
তুমি তখন খুঁজছো  অন্য  কোথায় ও নীড়।


আমার মনে মেঘের যখন আনাগোনা,
তখন অন্যের সাথে তোমার হচ্ছে বনিবনা।


আমার হৃদয়ে যখন চিৎকার আর হাহাকার,
তুমি তখন অন্যের সাথে পার হও পারাবার।


আমার হৃদয় জুড়ে যখন কান্নার বারিধারা,
তোমাতে ভিড় করে তখন প্রেমের কবিতারা।


আমার সবটুকু জুড়ে যখন বিরহের কোলাহল,
অন্যের সাথে তোমার অবস্থান সাজেক বা নীলাচল।


আমার হৃদয় জুড়ে বেঁচে রবে চিরকাল,
আর ডাল ভাঙ্গা পাখি হয়ে বেঁচে রবো চিরকাল।