ধর্ষিতা আমি, এ কভু আমার অপরাধ নয়
অপরাধ তো সেই পিশাচের, যে আমায় খুবলে খায়।
বল হে সমাজ,তবে কেন আমি অহেতুক পাবো লজ্জা?
লজ্জা পাবে তো তুমি হে সমাজ,যদি না বানাও ধর্ষকের মৃত্যুশয্যা।
যদি বানাতে হও অপরাগ, কেনো মিছে দোষারোপ করো
নিজের লাঞ্চনা আমাকে চাপিয়ে, কেনো বোঝা ভারি করো?
যদি আমি বলি,কেন পারোনি দিতে মা বোনের নিরাপত্তা?
কীভাবে ঘোরে এখনও ধর্ষক, উচু করে তার সত্ত্বা?
ধর্ষকরে দেবেনা শাস্তি,ধর্ষিতারই দোষ
বলছে সবাই ঘরে রবে নারী,কেন বের হবে রোজ?
আজ এতো কথা, এতো প্রতিবাদ, এটা চাই সেটা চাই
দুদিন পরে এই আমরাই সবকিছু ভুলে যাই।
কদিন পরেই ফুরাবে আবার
সকল কথার রেশ,
এটাই আমার সমাজ ব্যবস্থা, আমার বাংলাদেশ।