হে নবীন, কথা বলো মানুষের জন্য
যাদের জীবন আছে কিন্তু প্রাণ নেই
যারা অভাবে অভাগা, নিচুস্তরে গন্য
যাদের জীবনে সুখ, থাকে বাহিরেই।


কথা বলো নির্যাতিতা মা বোনের পক্ষে
সর্বশক্তি দিয়ে লড়ো, যতক্ষণ পারো
দ্বিধা রেখে পা চালাও, সর্বোত্তম লক্ষ্যে
তুমি জিতবে বলছি শোনো, ভয় ভীতি ছাড়ো।


এগিয়ে চলো রাজপথে, কন্ঠে আনো ধার
স্লোগান ছড়িয়ে করো, মিছিল সত্যের
আঙুল উঁচিয়ে বলো, পৃথিবী সবার
অবসান হবে তবে, সমস্ত মিথ্যের।


মহৎ উদ্দেশ্যে যদি, তুমি দাও প্রাণ
সারাবিশ্ব গাইবে তবে, তুমি জয়গান।