তুমিই তো চেয়েছিলেই সূর্যের হাতছানি,
খুব করে চেয়েছিলে, এমনকি পেলেও।
তার সংস্পর্শে এসে পুড়ে ফেললে নিজের সর্বস্ব।
এই পোড়ায় আমাকেও সঙ্গী করলে।
ছারখার করলে দুটি আনন্দ এবং আনন্দের ভবিষ্যৎ!
কী প্রয়োজন ছিলো?
এতোটা পথ অতিক্রম করার?
খুব কাছেই হাতের নাগালে চাঁদ এবং চাদর ছিলো।
ধার করা আলো হলেও পুড়তেনা, পোড়ার আগেই চাদর জড়িয়ে নিরাপদ হতে।
জোয়ার ভাটার কারণ হতে পারতে, জোছনার আলো বিলাতে পারতে, বৃষ্টি বিলাস করতে পারতে।
তোমার আভায় আলোকিত হয়ে অন্যরাও মুগ্ধতায় ডুবে যেতো।


জেনে শুনে অঙ্গার হতে কেন গেলে?
শক্তির উৎস হতে অতি উৎসাহী হলে।
আমাকে তো পেতে হাত বাড়ালে
তবুও সর্বদা রেখেছিলে আড়ালে
বলছি, কী ছেলে খেলাই না তুমি খেললে!


শুনো, জেনে রাখো, বিষাদ সিন্ধু আর রক্তবিন্দু কখনো এক নয়
হ্যাঁ, আলোকিত আঁধারে সবসময় আলোকেই হার মানতে হয়।
আমি হারলাম, তোমাকে হারিয়ে
তুমিও হারলে সমস্ত কিছু পেয়ে
লাভ ক্ষতির হিসাব কষে....
কষ্টই থাকে শুধু বেলা শেষে।