এই শহরে কোন ভোর নেই
সূর্যের আভা কই পাবে তুমি ?
সূর্যমুখী ফুলের জ্বলে উঠা চাহনি দেখবে কিভাবে ?
যেখানে কোন ভোরই নেই... !!!
পাখির কোলাহলও এই শহরে বড়ই ক্লান্ত,
তার বিশ্রামের মুহূর্ত বা আর কই ?


ব্যস্ততার কোলে শহরের ভোরগুলো শুধুই পথহারা বিকেল।
এখানে নেই কোন হিমশীতল বরফ
মনের অশান্তিগুলো তাইতো গলেনা,
সুখছোঁয়া সেজন্য পলাতক।


এখানে উত্তপ্ত আগুনের শিখাগুলো ভেসে বেড়ায়
ভালোবাসার আত্নাগুলোকে ছাই করবে বলে,
এখানে লোভ লালসা রাজাধিরাজের ন্যায় এগোয়
ঘৃণাকে প্রধান হাতিয়ার হিসেবে মানবে বলে।


রক্ত এখানে কোমল পানীয়
তৃষ্ণা মেটাতে যাই করনীয়
মানবসমাজ তাই অনুকরণীয়।


এতো এতো তিমিরের মাঝে
কোথায় তুমি ভোর পাবে ?
ঘৃনার এই ব্যাস্ততার ভিড়ে
আঁধারই বা কিভাবে কাটাবে ?


অথচ, এই আঁধার কাঁটাতে পারলেই নতুন গগন নিশ্চিত
আর ওই গগনেই ভালোবাসার রেখা দেখা যায়।