কামিনী-কাঞ্চনে থেকে মত্ত
সংসারেতে হলাম বদ্ধ,
যা কিছু সব -
ভেবেই নিজের,
ছুটলাম তার পিছে।
কাছে গিয়ে দেখিলাম সব
আছে মরীচিকার বেশে!
তাই মন মাঝেই আজ
চৈতন্যর উদয়-প্রকাশ,
মায়ারে করলে নাশ,
নিজের ভেবে আর
পাইনা খুঁজে নিজের।