স্বর্গের দেবীর চেয়েও অধিক
কৃপাময়ী- এক দেবী,
মর্ত্যে বাস তার
মাতৃ নামেই জানি।
দশভূজা নয় সে
দ্বিভূজা এক নারী,
দ্বিভূজাতেই দশভূজা
মানে জগতবাসি।
কিঞ্চিত অপরাধে রূষ্ট
হতে পারে স্বর্গের দেবী,
শত অপরাধে নয় রূষ্ট
মর্ত্যের মাতৃ-দেবী।
তাইত, সে দেবীর আজ
রচিয়াছি জয়গান
থাকুক না দেবী
অধম সন্তানের পাশে,
বিশ্ব টিকে যতকাল।