খোকা আছিস কোথায় ?
এইত মা ,চৌরাস্তার মোড়ে
খানিক বাদে ফিরবো বাসায়
কাজটা শেষ হলে।
ঠিক আছে খোকা
সাবধানে আসিস ,
রাস্তাই চলার সময়
এদিক -সেদিক  দেখিস।
আচ্ছা মা! আমি কি ছোট
বেশ হয়েছে বড়!
দুশ্চিন্তা শুধু-শুধু  করো।
খানিক বাদে ফোনের শব্দ
হ্যালো!আপনি কি রফিকের মা
রফিকের অবস্থা মোটে ভাল না।
কি হয়েছে খোকার মোর
খুলে বল দেখি ,
খোকা আমার দুনয়নের মনি।
ফুটপাত দিয়ে হাঁট ছিল সে
দোষটা ছিল না মোটে,
বাস দুটো পাল্লা দিয়ে ছুটতে গিয়ে
ওঠায় তার গায়ে।
রক্ত মাখা দেহটা তার
রাস্তাই আছে পরে,
দেখছে সবাই ধরছে না কেউ
বিপদ হবে বলে।
তারপর! বাসায় ফিরে ছিল রফিক
সাদা কাপড়ে মোড়ানো দেহটা নিয়ে,
বলতে চেয়ে অনেক কথা
হয়নি বলা আর কখনো মাকে।