শত দেশের শত ভাষা
শত ভাষার শত সুর,
সবচেয়ে প্রিয় কাছে সবার
মায়ের ভাষার সুর।
এই সুরেতে প্রথম বুলি,
এই সুরেতে মারে ডাকি,
এই সুর যে যাইনা ভুলা,
এই সুরেতে শিকড় গাঁথা।
এই সুরেতে বললে কথা
জুড়ায় শত মন ব্যথা,
সুখ-দুঃখ ,হাসি- কান্না,
এই সুরেতে প্রকাশ তাহা।
এই সুর যে হৃদয় মাঝে
থাকুক বেঁচে জীবন ভরে।