হঠাৎ করে দু 'জনে
যদি কখনো চলি,
রাতের বেলা -এই শহরে
কোনো এক রাস্তায়
ল্যাম্পপোস্টের মৃদু আলোর নিচে!
চিনতে কি পারবে তুমি
এক নিমেষে?
মৃদু আলোতে -হয়তো তুমি
না চিনতে পারো আমায়,
আলোর পৃথিবীতে তোমার কাছে
মৃদু আলো বড্ড বেমানান।
তবে আমি- এক নিমেষে
চিনে নিব ঠিকই তোমায়,
পৃথিবীর সব আলোতে
আমি শুধু খুঁজি তোমায়।