নিজের ঢোল নিজেই পিটায়
মস্ত আমি জ্ঞানী,
আমার চেয়ে জানে বেশি
সে কি আর মানি!
সবার থেকে ভিন্ন আমি
একই রকম নয়,
দেখতে কালো তাতে কি!
অন্যরা তত সুন্দর নয়।
শত ভূল লোকের
ধরা পড়ে মোর চোখে,
নিজের ভূলত নয়,
দু -চারটা হলে কি আর!
ভূল বলা তাকে হয়।
শক্তিশালী মস্ত আমি
অন্যেরা আর কত,
কিলো দশেক তুলে আমি
খুশিতে গদগদ ।
নামাজ রোজা করি ঠিক
ধার্মিক আমি বেশ,
মিথ্যে বলি হরহামাশা
স্বার্থ রাখতে ঠিক।
নিজেই ঠিক সব কিছুতে
থাকুক যতই যুক্তি,
মূর্খের রাজ্যে রাজা হয়ে
পাচ্ছি আত্মতৃপ্তি ।