শুনলাম নদীশুদ্ধ শহড়টা নাকি
আকাশ চুম্বিদামে বিক্রি হচ্ছে!
নিলামে নীল রঙ নীল আকাশের নীচে'ই নাকি বসবে ।
তুই আসবি বসবি আমার পাশে?
কিনে দেব ডাক থেকে সব
ডাকতে দেব না কাউকে।
এক টাকা এক,এক টাকা দুই,এক টাকা তিন।
শহড় এখন আমার তোকে না লিখে'ই দিব।
এবার ভাগ করা যাক সমান দু ভাগে ,
নদীটা তোর জল আমার।
নর্দমা আমার ভাগে,সুন্দর সব তোর ।
কংক্রিট, রাস্তা তোর ,চিলে কোঠায় না দিস নজর!
আমার বলতে সবইত তোর!


চল এবার বাড়ি গুলো সব ভাগ করা যাক,না আমি সব ভাঙব!
এক তলা সব বাড়ি হবে
গরিব ধনী মিশে যাবে!
সবুজ সবুজ গাছ হবে
ধুলোগুলো সব হারিয়ে যাবে।