কিছুক্ষণ অন্ধকারে অস্পষ্ট পথে হাঁটছিলাম,
শীতের অসুস্থ রাতে বৃক্ষে নগ্ন ডাল দেখিলাম;
চারিদিকে জীর্ণতার নির্মম বাতাস সীমাহীন,
ক্ষুধার্ত পৌষের চিল তাহার বস্ত্র নিয়ে বিলীন।
দূর পথে বরযাত্রী দল,
দুহাতে বসন্তের কম্বল;
স্পষ্ট দেখিতেছে চোখ দেওয়া-নেওয়ার উষ্ণতা!
এইখানে কাঁপিতেছে মাতৃ কোলে ক্ষুধার্ত নগ্নতা?
আনন্দে প্যাঁচার গান পউষের মধ্য রাত জুড়ে,
আফিমের শীত কাল,আমার হৃদয়ে মৃত্যু ঝরে।