তোমার কাছে দু’টো টাকা হবে সাহেব?
দু’টো টাকা আজ আমার খুব দরকার।
বাবুদের ছেলেদের মত আমারও যে হাওয়াই মিঠাই খেতে ইচ্ছে করে
হাওয়াই মিঠাইয়ের স্বাদ কেমন তুমি বল তো?
জান, আমি না কখনো হাওয়াই মিঠাই খাইনি
শুধু দূর হতে চেয়ে চেয়ে তাদের খাওয়া দেখেছি
বুকের ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস পথের ধূলোয় মিশেছে
চোখের নোনা জল গড়াতে গড়াতে পায়ে এসে ঠেকেছে
তীব্র আর্তনাদও তাদের কানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি
কোনদিন কেউ ডেকে বলেনি,
এই যে খোকা,
এই হাওয়াই মিঠাই তোমার জন্য।
আমারও যে বড় ইচ্ছে করে মিঠাইয়ের স্বাদ চেখে দেখতে
তোমরা এমন নিষ্ঠুর কেন?
আমাদের বেদনাভরা আর্তি কি তোমাদের হৃদয়ে কম্পন জাগায় না?
তোমাদের পাষাণ মনের দরজা কি চিরদিন বন্ধ করে রাখবে?
দূর দূর করে প্রতিদিন কি শুধু তাড়িয়েই দিবে?
কখনো ভেতরের কষ্টের দিকে চেয়ে দেখবে না
বুকে চেপে ধরবে না পরম মমতায়
দাও না সাহেব দু’টো টাকা
একদিন না হয় শোধ করে দেব।।


তাং-২৮/০৭/২০১৩