অনিন্দিতা, তারপর তুমি তো আর কিছু বললে না
নীল রঙের খামে ভরা চিঠিটা পাওনি বুঝি
যেটা তোমার জানালার নিচ দিয়ে পোস্ট করেছিলাম
পড়তে পড়তে সেদিন হয়তো ঘুমিয়ে পড়েছিলে
তুমি জানো, চিঠি দেবার পর থেকে আজ অবধি আমি ঘুমাই নি একরাত্রি।
আচ্ছা, এখন তুমি ফজলু স্যারের কাছে পড়তে আসো না কেন?
আজকাল বুঝি অংকগুলি নিজে নিজেই মিলাতে পার।
স্যারের রোডে তোমাকে দেখবার ছলে প্রতিদিন কত আড্ডা মারতাম
গলির মোড়ে রফিকের দোকানে বসে চায়ের কাপে ঠোঁট মেলাতাম
তোমার স্কুলের গেটের সামনে আমার প্রায়ই সাইকেল পাংচার হত
হেবলার মত রংচটা শার্ট পরে তোমাদের গেটে দাঁড়িয়ে থেকেছি কত
তোমার মনে আছে, বিয়েতে যাবার সময় তুমি একদিন নীল রঙের শাড়ি পরেছিলে
সেই থেকে নীল আমার প্রিয় রং।
দেখতে দেখতে তো অনেকগুলো বছর কেটে গেল
আজও তুমি সেই আগের মতই উদাসীন
অনিন্দিতা, সময় পেলে বাসার পেছনের শিমুল গাছের কাছে যেও
তার গায়ে আজো লিখা আছে হেমন্ত+অনিন্দিতা।।


তাং- ০৯/০৯/২০১৪