কবিতার প্রতি আমাদের চিরন্তন আক্রোশ
কি হয় কবিতা লিখে?
তিনবেলার মধ্যে বড়জোর দুবেলার ভাত জোগাড় করা যায়
বাকি একবেলা ভিক্ষে করতে হয়
করুনার জন্য মানুষের কাছে হাত পাততে হয়।
তারচেয়ে বরং গল্প লিখ, উপন্যাসের চরিত্র সাজাও
টাকার কখনো অভাব হবে না
মানুষ বিনে পয়সায় কবিতা পড়ে না
অথচ দেখ দাম দিয়ে উপন্যাস কিনে
কবিরা চীরজীবন আক্ষেপ নিয়েই বেঁচে থাকে
সান্ত্বনার বাণী শুনতে শুনতে তারা আজ ক্লান্ত
কবিরা সুখগুলো সিগারেটের মতন করে জ্বালিয়ে দেয়
যার ধোঁয়াগুলো দুঃখ হয়ে হৃদয়ে অবস্থান নেয়
মিথ্যে ভালোবাসা দেখিয়ে লাভ নেই আর
কবিদের কখনো ভালোবাসার প্রয়োজন হয় না
তারা আজ ঘৃণা নিয়েই বাঁচতে শিখে গেছে।।

তাং- ০৪/১০/২০১৪