*ছাগলের বিলাপ*


                   কেন মিছিমিছি পাচ্ছ কষ্ট
                          দেখে মোর ব্যথা!
                     ঘাস না খেলে পড়ে প্রহার
           তখন কান্নার আওয়াজ বুক ফেঁটে আসে।


                  বন্ধু দুটো মাঠে আর আসছেনা
                     ওরা নাকি! বিক্রি হয়ে গেছে
                এখন গোটা মাঠের ছাড়পত্র আমার
                         সবুজ ঘাসের মস্ত পাহাড়
                       সারাদিন ধরে শুধুই খাবার।


ব্যথার আওয়াজ শুনে, মনিব ছোটে ডাক্তারখানা
কত আদর করে, ভালবাসায় জড়িয়ে ধরে
      আমি মরে গেলে লোকসান যে হবে
            ওষুধ ভর্তি সিরিঞ্জ যে ঢোকে!


ইচ্ছেতো হয় চিরকাল থাকি মনিবের বুকে
যেমনটি তাঁর পোশা কুকুরটি থাকে সুখে।


                থাক আমার মিথ্যা স্বপ্ন
                ভাল দরে বিকোবে যখন
             টাকা হাতে মনিবের খুশি মুখ
            বুঝে নেব সব ছিল মিথ্যা যত্ন।।


                  * সজীব পাল*