_-_ দুটো না হয় কম‌ই খাব _-_
                  __________________
                        সজীব পাল


              প্রত্যাশার ঝোঁক কমিয়ে
                   স্বপ্নগুলো দাবিয়ে
            না হয় র‌ইলাম এই মাটিতে
               দুটো না হয় কম‌ই খাব।


             গ্রাম বাংলার সোনার ধান
            ঘরের মাকে ছেড়ে কেন যান?
প্রত্যাশার ঝোঁক কমিয়ে, স্বপ্নগুলো দাবিয়ে
                দুটো না হয় কম‌ই খাব।



               মেঠো রাস্তার পথের ধুলো
  বিদেশি ব্যাটার মায়ের ঘরে জ্বলেনা চুলো
প্রত্যাশার ঝোঁক কমিয়ে, স্বপ্নগুলো দাবিয়ে
                দুটো না হয় কম‌ই খাব।


                ঈশ্বর দেবতা ধনকুবের
               রাস্তার ধারে ঘর যাদের
             ওদের না হয় একটু দিয়ে
               দুটো না হয় কম‌ই খাব।


              বিদ্বজনের ঞ্জানের ঝোলা
   না হয় ঢাললাম; দুধ, তোয়ায় ভোলা
পরিবর্তে ওরা পেলে,আনন্দে করবে খেলা
               দুটো না হয় কম‌ই খাব।


             খুঁজতে গিয়ে লাস্যময়ী
              মাঝির সুরে গান ধরি
প্রাণ ভরা ঠান্ডা বাতাস, অন্ধকারের দরজা ভেঙে
             দুটো না হয় কম‌ই খাব।


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~