*এলো মেলো*
নিবিড় ঘন কালো পথে চলেছি
জোনাকিরা বোধহয় ঘুমিয়েছে
দেখতে পাচ্ছিনা কোন জন্তুর রড কোশের তীব্র আলো
গন্ধগোকুলের পাড়ার শুকনো পাতার খসখসানি।


বাদুড়,চামচিকাগুলি কলাগাছ ছেড়ে পালিয়েছে
আর‌ও পথ যেতে যেতে দেখি
কালো ছাই; পোড়া কঞ্চি, বাঁশ
পড়ে আছে মৃত জন্তুদের অর্ধপোড়া লাশ
পাখিরা হারিয়েছে নিজ নীড়
জ্বলছে তাদের বাসার খড়, লাঠি
পুড়ে লাল হচ্ছে কালো মাটি।


বিষাক্ত লতা পাড়েনি এঁকেবেঁকে পালাতে
কেউ আসেনি এ আগুন নেভাতে!
পেঁচার নৈশভোজ হচ্ছে ভস্ম
তপ্ত আগুনে ফাটছে অশ্ম
আস্তানা সব হয়েছে শ্মশান
পুড়ে গেছে প্রায় সব সজীবতার নিশান।।


             * সজীব পাল*