* কার্শেডের ওই পাঁচিল *
                      --------------------------------
                             সজীব  পাল
                      --------------------------------


        ছোট থেকেই ট্রেনে চাপার বাধ্যবাধকতা
                   গন্তব্যস্থান সেই বারাসাত
           বয়স ছোট হলেও সাহস বাড়ে ধীরে
কার্শেডের পাঁচিল মনকে নিত একান্তে ঘিরে


         ভারী ব্যাগ হাতে, গেটের সম্মূখে
ট্রেন চলে সজোরে, লম্বা কার্শেডের পাঁচিলের তীরে
ছোট্ট বালক লম্বায় ছাড়ায়নি কার্শেডের পাঁচিল
   মনের গভীরে আজ‌ও ওড়ে শঙ্খচিল।


ট্রেন থেকে দাঁড়িয়ে, বালক: দেখতে পেতনা ওপার
প্রতিদিন ঔৎসুক্য বাড়িয়ে,পা উঁচিয়ে চলত প্রয়াস
      ট্রেনটি যদি হঠাৎ যেত সেখানে থেমে
মন বলত, বালক: তুই যা এখানে  নেমে।


যখন বালক বয়সের সাথে লম্বায় বড় হল
এক‌ই পথে যাওয়াটা আজ‌ও অব্যাহত
উঁচাতে আজ হয়না পা, চোখ চলে যায় অনায়াসে পাঁচিলের ওপার
মনে পড়ে, এই পাঁচিল ঘিরে ছোটবেলার কত শত      ব্যাপার।।


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~