গভীর ভাবনার একটি লেখা প্রকাশ করলাম।


                ' মেঘের প্রতিশ্রুতি '


          মেঘেরা করেছিল প্রতিশ্রুতি
            ফিরবে আবার ফিরবে সে।
            বাদল হয়ে, গড় বে আবার
                         নতুন মাটি।।


                গর্জন সে করেছিল বেশ
মাটির মেয়ে খোঁপা ছেড়ে খুলেছিল কেশ
     আপন মনে ভিজবে,আবার ফিরবে
                      তার পুরনো অভ্যেস।


                   মেঘের দল পালাল
              খোঁপার চুল ভিজল ঘামে
               মাটির মানুষ মাটি কুপায়
          জানে; লাগবেনা আর কোন কামে।


        কোত্থেকে এক ঠান্ডা হাওয়া বয়ে আসে
            কুপানো মাটি কেঁদে ওঠে অজান্তে
            ভাবতে থাকে মিটবে তাদের সুরাহা
মেঘের দল আবার এসেছে;এবার বুঝি রাখবে
                   মেঘের দেওয়া প্রতিশ্রুতি।।


                      * লেখায়- সজীব পাল *