* না দেখা ভালোবাসা *


ফোনের ওপারে তুমি,এপারে আমি
কথাগুলো যেন এখন‌ও দামি
ছোট্ট একটা মিসকল আর তাতে কি উন্মাদনা!
তোমার পছন্দের রং কি জানতে করনি মানা
হঠাৎ ফোন কেঁটে গেলে দুজনেই বুজে নিত
বাড়ির লোক পাশেই যেন।


সকালের SMS 'Good morning', পাল্টা SMS এ উত্তর
"আমি পড়তে যাচ্ছি,এসে মিসকল দেব;কল করবে"
ভালবাসার অ‌ঙ্কুর দিনদিন বড় হচ্ছিল কামনায়
গরীবের ছোট্ট ফোনে ভিডিও কলি‍ং ফেসিলিটি ছিলনা সে জামানায়।
ব‌ই এর পাতায় পড়া হত কম; মনের খাতায় ভালোবাসার শব্দগুলি দখল করত বেশি।


দুদিন ধরে ওদিক থেকে SMS আসছিল অবিরত
এই ফোনে প্যাকেজ ফুরিয়েছিল,তাই এ ছিল বিরত।
ওই ফোনের কলটা টানা বাজছিল
রাগে অভিমানে তিনি অনেকটাই সেঁঝেছিল।
ফোন তুলতেই : " ফোন তুলছিলেনা কেন?"
আসলে আগে কখন‌ও কল করোনি মিসকল ছাড়া
ভাবলাম তোমার কেঁটে নেয় যদি টাকা
" SMS এর উত্তর গুলো, দেওনি কেন? করবে কি দেখা"
অত দূরে আমি একা যাব! আচ্ছা বন্ধুকে কি সাথে নেব?
" আস"
তুমিই ঠিক কর, কবে? কোথায় করবে দেখা?
" আমি আসব একা, ২৫ ডিসেম্বর চার্চে হবে মুখোমুখি দেখা।"


সেদিন তো হবে অনেক ভিড়, ভিড়ের চাপে যদি হ‌ই  ক্ষীর
"বোকার মত কথা না বলে,চলে আসবে;বাড়ি থেকে বেড়োনোর সময় করবে কল।"
তিন ঘন্টা ট্রেনে চেপে,সঠিক টাইমের আগেই পৌঁছাল পাকা দুটি ফল।


সময় বাড়ছে, মানুষের ভিড় উপচে পড়ছে
ফোনে টাওয়ারের সিগন্যাল উঠছে নামছে
১ ঘন্টা চলে যায়। না কোন কল; না SMS
আমাদের ততক্ষণে মেলা ঘোরা হয়েছে শেষ।
"কিরে! কল কর এবার,অনেক বেলা হল
ফিরতে হবেতো; শিতের রাত"
কল করতেই বিপ বিপ বিপ.... আওয়াজ
ফোনের চলল ওঠা নামার  রেওয়াজ
এভাবেই আরো একটা ঘন্টা কাটল
সিঙ্গেল কোন মেয়েকে দেখলে মনে হয়েছিল
' এই' যেন সে


তবে না, হলনা দেখা।
এক অচেনা ভদ্রলোকের ফোন দিয়ে গেল কল
" তোমাকে অনেকবার করেছি কল, পাঠিয়েছি SMS; তবে বিপ বিপ... আওয়াজ আসছিল সর্বক্ষণ"
আমারো তাই
কোথায় এখন তুমি?
" আমি বাসে করে যাচ্ছি নদীয়াগামী।"
ট্রেন রানাঘাট ঢুকতেই সেই SMS ঢুকল পটাপট
"আমি চার্চের ডানদিকে দাঁড়িয়ে আছি।পড়নে সাদা চুড়িদার, নীল ব্যাগ পেছনে।"


                   * সজীব পাল*