শালিক
                      ______________
                          সজীব পাল


                        আমার রান্না ঘর
                          খোলা জানালা
                      রোজ রান্না করে মা
                 আমাদের খাওয়া হয় শেষ
             কিছু খাবার রয়ে যাবার অভ্যেস।
                         খাবার থাকে ঢাকা
               জানালা দিয়ে একটি শালিক
                         রোজ আসে একা।


          আমাদের পরিবারে এখন তিনজন
    কখন অজান্তে শালিকটা হয়েছে প্রিয়জন
আচ্ছা করেই, ভালো ভালো খাবার থাকে ঢাকা
হলুদ ঠোঁটটি বাড়িয়ে খাবার খাবে শালিক খোকা।


         আমি যদি বিছানায় শুয়ে থাকি
ফাঁকা ঘরে একা খেতে ওর‌ও খারাপ লাগে
কিচিরমিচির ডাকটি দিয়ে কথা বলার আলাপ
   আমি বুঝিনা ওর আউড়ে যাওয়া সংলাপ।


শালিক খোকা আমার মতোই কি সঙ্গীহীন?
        মনে হয় কোনদিন বলেই বসি
            মনে মনে ভাবি আর হাসি
শালিক বলে- " আমি তোমায় ভালোবাসি"।


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~