*  সন্মান *
                   ~~~~~~~~~
                     সজীব  পাল
                   • ~ • ~ • ~ • ~


         দর করে যদিও সব পাওয়া যায়
            তবু সন্মান এক দুর্লভ বিজয়।

             জীবন কেবল‌ই জয়, পরাজয়
আগুনের‌ও আছে সন্মান, সে কভু করেনা ভয়।


      রক্তচোষা বাদুড়ের মতো উড়ছে কত কিছু
সন্মান তবু তুমি, অন্যায়ের কাছে করনা মাথা নিচু।


          পাওয়ার লোভে দিশাহারা এই পৃথিবী
        সন্মান তাই ফিরিয়ে দেয় প্রতিবাদী কবি।


            আবদার‌ও হারায় নিজ, লাজ শরম
              সন্মান কভু ছাড়েনা নিজের ধরম।


                চিনে নিতে হয়, কেন পাছে ভয়?
               যুগযুগ সন্মানের‌ই হোক মহাজয়।।


************************************************