আমার ভালোলাগা নিজের একটি কবিতা। আপনার কেমন লাগল অবশ্য‌ই জানাবেন।


                * স্বাধীনতার গন্ধ*


তুমি ভাই বুঝবেনা ওই স্বাধীনতার গন্ধ
বাজবেনা তোমার মনে ওই স্বাধীনতার ছন্দ
এই মাটিতে ঝড়েছিল লিটার লিটার রক্ত
ভীত না হয়ে, বজ্রমুষ্টি করেছিল আরো শক্ত


ছিল ওদের‌ও ভালোবাসার মানুষ
স্বাধীনতার গন্ধে নিভিয়ে নিয়েছে ওদের ফানুস
ওরাও দেখত স্বপ্ন
শত্রুকে গুঁড়িয়ে দিতে
নিজহাতে বাঁধত বোম
পেরোলে অপরাহ্ন।


বিধবামা সন্তানকে পাঠাতো রণক্ষেত্রে
খিদে পেটে ছুঁটেছিল পরাধীনতা ছাড়তে
বহু নারী শাড়ি পড়ে,আগুনের টিপ মাথায় নিয়ে
কাঁচা মাংস ঝলসে খাবে স্বাধীনতার 'ঘি'য়ে।


সুখের মোড়ক উপড়ে ফেলে,কাঁধে নিয়ে হাত
স্বাধীনতা নিয়েই ওরা শত্রুকে করল কুপোকাত।
যুদ্ধক্ষেত্র থেকে ওরা ফেরে;হারিয়ে হাত কেউ পা
স্বাধীনতার গন্ধ ওদের কখন‌ও করেনি পিছপা।।


                  * সজীব পাল*